অন্যান্য

বাংলাদেশে সবচেয়ে জরুরি সংস্কার প্রয়োজন উপার্জন খাতে, ব্যয়ের খাতে নয়: ফাহাম আব্দুস সালাম

বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম এবার সাম্প্রতিক কালের অন্যতম আলোচ্য বিষয় দেশের অর্থনৈতিক খাতে সংস্কার নিয়ে নিজস্ব মতামত পেশ করেছেন। তিনি বলেছেন, বিজ্ঞরা এখনো ব্যয়ের খাতের সংস্কার নিয়ে পড়ে আছে। অথচ আসল সংস্কার প্রয়োজন উপার্জন খাতে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি স্ট্যাটাসে এসব কথা বলেছেন ফাহাম আব্দুস সালাম।
তিনি বলেছেন, আমি দুঃখিত – যতো সংস্কারের কথাই আপনারা দেখছেন তার প্রত্যেকটিই ব্যয় বাড়াবে অথবা নিয়মের সাথে ব্যয় করার সংস্কার। কিন্তু তা ব্যয়ই বাড়াবে – উপার্জন না।

তিনি আরও বলেন, ‘একটা দেশের এক তৃতীয়াংশ যুবক যদি বেকার হয় – কোনো সংস্কারই টেকসই হবে না। সেই নিরীখে বিনিয়োগ সম্মেলন একটা চমৎকার উদ্যোগ। আমি সরকারকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। এটাই দেশের জন্য দরকার। আমাদের প্রয়োজন এফডিআই (FDI)। সময় খুবই খারাপ। বিনিয়োগ যে আসবে – এ ব্যাপারে আশা কম। কিন্তু আমাদের চেষ্টা জারি রাখতে হবে। আপনাদের ও পরবর্তী সরকারকে বিনিয়োগ বান্ধব ও আমাদের ওয়ার্ক ফোর্সের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের তরুণদের চাকরি দিতে হবে। এটাই হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার।’

উপার্জনে সংস্কারকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে প্রয়োজনীয় ও আশু সংস্কার দরকার উপার্জন খাতে। অথচ দেশের পুরা ইন্টেলেজেন্সিয়া পড়ে আছে ব্যয়ের খাতের সংস্কার নিয়ে। এই দেশ বদলাবে প্রাইভেট সেক্টর ও সাধারণ মানুষ। তাদের উপার্জন বাড়ানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন রেড টেইপ কমে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button